করোনাকালে ভোজনরসিকদের জন্য বিরিয়ানির হোম ডেলিভারি!
করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে বাইরে খাবার এড়িয়ে চলছেন অনেকেই। বাসা-বাড়িরই রান্না-বান্না করা খাবার খাচ্ছেন সবাই। করোনাকালে ভোজনরসিকদের জন্য ঘরেই রেস্তোরাঁর খাবার খাওয়ার সুযোগ করে দিচ্ছে গুলশান ২ এ অবস্থিত অভিজাত রেস্তোরাঁ ‘কারি অ্যাকসেন্ট’। অর্ডার দিলেই গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে মাজাদার খাবার। আর এই বিশেষ আয়োজনে চার রকম বিরিয়ানির হোম ডেলিভারির ব্যবস্থা করেছে রেস্তোরাঁটি।
কারি অ্যাকসেন্টের পরিচালক (অপারেশন) অভিষেক সিনহা জানান, এসময়ও অনেকেই মুখরোচক খাবার উপভোগ করতে চান। কিন্তু রেস্তোরাঁয় এসে খাবার খেতে আস্থা পান না অনেকে। তাই ওইসব ভোজনরসিকদের জন্য ভারতের বিভিন্ন প্রদেশের প্রসিদ্ধ বিরিয়ানি হাজির করা হয়েছে কারি অ্যাকসেন্টে।
বাসমতি চাল দিয়ে মাটন দম বিরিয়ানি, হায়দ্রাবাদি মুর্গ বিরিয়ানি, পনির সবজি বা মুরগির বিরিয়ানি আপনার বাড়িতেই চলে যাবে মুখরোচক এসব বিরিয়ানি। বিরিয়ানির সঙ্গে দেওয়া হয় মৌসুমি সালাদ ও রায়তা। এই বিরিয়ানি প্যাকেজের দাম ২৫০টাকা থেকে শুরু। রেস্তোরাঁয় সরাসরি এসেও যেমন অর্ডার দেয়া যাবে তেমনি ফুডপান্ডা, হাংরিনাকি ও সহজফুড এর মাধ্যমেও অর্ডার দিয়ে পছন্দমাফিক বিরিয়ানি সংগ্রহ করা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.