You have reached your daily news limit

Please log in to continue


‘লোগো’ ডিজাইনে ব্যাপক সাড়া পেয়ে অভিভূত মুশফিক

বেশকিছুদিন আগে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছ থেকে নিজের ফাউন্ডেশনের জন্য লোগোর ডিজাইন আহ্বান করেছিলেন। যা জমা দেবা শেষ দিন ছিল ৩০ জুন অবধি। ১ জুলাই নিজের ফেসবুকে পোস্টে দিয়ে মুশফিকুর রহিম জানান ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। সবমিলে ১৭০০ এর বেশি লোগোর ডিজাইন পেয়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেরা ৫ জনকে নিয়ে পূর্বের কথা অনুযায়ী ডিনার করবেন তিনি। সবাইলে ভালোবাসা প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান মুশফিক। ফেসবুকে মুশফিক লেখন, ‘আশা করি সবাই ভাল আছেন। লোগোর ডিজাইন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হল। গতমাস থেকে প্র্রতিযোগিদরে অংশগ্রহণে আমি অভিভূত। সবমিলিয়ে ১৭০০’র অধিক প্র্রতিযোগি তাদের লোগো জমা দিয়েছেন। এটাই প্রমাণ করে আপনসসারা কতটা উৎসাহ নিয়ে কাজটা করেছেন। এতো ডিজাইনের মধ্য থেকে সেরা পাঁচ বেছে নেওয়া দুঃসাধ্য কাজটা আমাকে করতে হচ্ছে। জয়ীদের সাথে আমি দ্রুত যোগাযোগ করবো এবং মহামারী পরিস্থিতির উন্নতি ঘটলে আমরা এক সঙ্গে ডিনার করবো। আমার প্রতি ভালোবাসা দেখানোয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ।’ (ঢাকাটাইমস/০১ জুলাই/এআইএ)
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন