কৃষকদের উপকারের খাল কাটা বিনষ্ট করেছে একর একর ফসলি জমি
বাগেরহাটের মোরেলগঞ্জে বনগ্রাম ইউনিয়নে খাল খননের নামে শতাধিক কৃষক পরিবারের হাজার হাজার ফলজ ও বনজ বৃক্ষ ধ্বংসের পথে। ভুক্তভোগী এলাকাবাসীর ক্ষয়ক্ষতির প্রতিরোধে বাগেরহাট-৪, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, বনগ্রাম ইউনিয়নের বিষখালী খালের শাখা কন্দর্পপুর বহরবৌলা ও বিষখালী ৩ গ্রামের সমন্বয়ে এ শাখা খালটি প্রবাহিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে এ খালটি পুনর্খননের জন্য ২ কিলোমিটার খাল কাটা কার্যক্রম শুরু হয়।
১৭ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে এ প্রকল্পটি আলিফ এন্টারপ্রাইজ নামে ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি বরাদ্দ পায়। পরবর্তীতে তাদের কাজ থেকে সাব কন্ট্রাক হিসেবে জনৈক স্থানীয় হুমায়ুন কবির কাজটি শুরু করেন। কাজের শুরুতেই খালের দু’পাড়ের বাসিন্দাদের কোন মতামত না নিয়ে প্রকল্পের কাজের নমুনা চার্ট না টাঙ্গিয়ে নিয়ম বহির্ভূত খাল কাটা শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.