বাড়িতে করোনার হানা, মায়ের জন্য প্রার্থনার আহ্বান আমিরের
করোনাভাইরাস হানা দিয়েছে বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে। সম্প্রতি তার বাড়ির কয়েকজন কর্মী করোনা পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। করোনা ধরা পড়ার পর কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং আমিরের পরিবারের সবার পরীক্ষা করা হয়। তবে তাদের সবারই করোনার ফল নেগেটিভ এসেছে।
এমন অবস্থায় মাকে নিয়ে চিন্তিত আমির। কারণ তার এখনো করোনা টেস্ট করা হয়নি। তাই মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন তিনি।
টুইটবার্তায় আমির বলেছেন, 'আপনাদের সকলকে জানাচ্ছি আমার বাড়ির কয়েকজন কর্মীর দেহে করোনা ধরা পড়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা যাতে সঙ্গে সঙ্গে শুরু হয় তার জন্য তৎপরভাবে কাজ করেছেন বিএমসির কর্মকর্তারা। তাদের খেয়াল রাখার জন্য এবং গোটা এলাকাকে স্টেরিলাইজ করার জন্য আমি বিএমসি কে ধন্যবাদ জানাই।' আমির লিখছেন, 'বাড়ির বাকিদেরও টেস্ট করা হয়েছে। কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। এখন আমি আমার মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। মায়ের টেস্ট করানোটাই শুধু বাকি রয়েছে এখনও পর্যন্ত। তার রিপোর্টের ফলাফল যাতে নেগেটিভ আসে সেই জন্য প্রার্থনা করবেন আপনারা।' বিএমসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, 'তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে বিএমসি যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.