কুমিল্লায় চালু হলো ই-পাসপোর্ট কার্যক্রম

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ জুন ২০২০, ২১:০১

কুমিল্লা ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি নির্দেশ মোতাবেক সীমিত পরিসরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা লে. কর্নেল নুরুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে লে. কর্নেল নুরুল আলম বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সীমিত পরিসরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুমিল্লাবাসীর স্বার্থে এই ই-পাসপোর্টের সেবা চালু করা হয়েছে। সারাদেশে পর্যায়ক্রমে ই-পাসপোর্টের কার্যক্রম শুরু হবে। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলায় এর শুভ উদ্বোধন করা হলো। তবে উদ্বোধন হলেও করোনার কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন কোনও আবেদন জমা নেওয়া হবে না।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদন জমা নেওয়া শুরু হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শামীম আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও