নানা দাবি নিয়ে বারডেম চিকিৎসকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১২:২৪

চাকরি স্থায়ীকরণ ও করোনা চিকিৎসায় নিয়োজিত থাকা অবস্থায় নিজেদের সুরক্ষা এবং আর্থিক প্রণোদনার দাবিতে বারডেম হাসপাতালের একদল চিকিৎসক কর্মবিরতিসহ অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে শাহবাগ বারডেমের দ্বিতীয় তলায়।  আজ রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- অস্থায়ীভাবে নিয়োগকৃত চিকিৎসকদের চাকরি স্থায়ীকরণ, করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে কেউ আক্রান্ত হলে সেই চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের বারডেমে চিকিৎসার সুযোগ, রোগীদের করোনা পরীক্ষার জন্য বারডেমে ল্যাব চালু এবং করণায় আক্রান্ত হয়ে কোন চিকিৎসকের মৃত্যু হলে ১০ লাখ টাকা প্রণোদনার দাবি জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও