মহামারি করোনাভাইরাস বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ভালোভাবেই বিস্তার লাভ করেছে। ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ ধীরে-ধীরে কমে আসলেও বাংলাদেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তাই বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বেশ কয়েকদিন আগেই নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন খ্যাতিমান এই অধিনায়ক। তার সঙ্গে আরো আছেন, হেনরি নিকোলস-সোফি ডিভাইন ও ড্যানি কার্টার।
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইউনিসেফের দূত উইলিয়ামসন বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কিউই অধিনায়ক বলেন, ‘সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আমার। এরপর আমি বুঝতে পারি, বাংলাদেশের পরিস্থিতি কতটা কঠিন অবস্থায় আছে। বাংলাদেশের মতো জনবহুল একটি দেশে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে, এমন ভয়াবহ ভাইরাসকে দূরে রাখা খুবই কঠিন কাজ’। করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছেন উইলিয়ামসন।
স্বাস্থ্যবিধি নিরাপদের থাকার পরামর্শও দেন তিনি, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিভিন্ন দেশের যাবার সুযোগ পেয়েছি। বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। করোনার পরিস্থিতিতে আমি অনেক ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছি। তাদেরকে সর্তক থাকার পরামর্শও দিয়েছি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব কঠিনই বটে’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.