ফিফার কাছ থেকে ৮ কোটি টাকা পাবে বাফুফে
করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ফুটবল বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তিন মাসের বেশি সময় ধরে ফুটবল বন্ধ থাকার পর ইউরোপের ফুটবল ফিরেছে দর্শকশূন্য মাঠে। তবে আন্তর্জাতিক ফুটবল কবে ফিরবে সেটা নিশ্চিত নয়। এ অবস্থায় ফিফা সকল সদস্যদেশের ফুটবলে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রায় ৮ কোটি টাকার মতো অনুদান পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (জুন ২৭) বাংলানিউজকে একথা জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানিয়েছেন, ফিফা পুরো টাকা একবারে দেবে না, দুই ভাগে ভাগ করে দেবে।
আবু নাঈম সোহাগ বলেন, ‘করোনার কারণে ফুটবল বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সে কারণেই ফিফা সকল সদস্যদেশকে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশকে ১০ লাখ ডলার দেবে ফিফা। দুই দফায় টাকাটা দেওয়া হবে। অাগামী মাসে প্রথম দফার টাকা দেওয়া হবে। আর অাগামী বছর জানুয়ারি নাগাদ দেওয়া হবে দ্বিতীয় দফার টাকা।’
এই অর্থটা যাতে সঠিকভাবে ব্যয় হয় সেটার নজরদারি করবে ফিফা। এছাড়াও নারী ফুটবলের জন্য আরও ৫ লাখ ডলার দেবে ফিফা।