দাড়িওয়ালা জোবানের সঙ্গে তিশার বিয়ে কি হবে?
পরাজয় স্বীকার নয়, লড়াই চালিয়ে যেতে হবে। এটাই মনেপ্রাণে বিশ্বাস করে রায়হান। তাই তো বেকার জীবনের অভিশাপ থেমে মুক্তি পেতে দিনরাত সংগ্রাম করে যাচ্ছে। শুধু বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি নয়, সুখী এক সংসার গড়ারও স্বপ্ন দেখে সে। তানিয়ার সঙ্গে দ্বিতীয় জীবন শুরুর বাসনা বুকের মাঝে লালন করে।
তানিয়াও জানে রায়হানের স্বপ্নের কথা। কিন্তু রায়হানের বেকার জীবন কোনোভাবেই মেনে নিতে পারে না সে। তবুও রায়হান তাকে নতুন জীবনের আশ্বাস দিয়ে যায়। শোনায়, সুখী সংসারের গল্প। তবু মন গলে না তানিয়ার। কারণ প্রাইমারি স্কুলের শিক্ষিকা তানিয়ার বিয়ের দিনক্ষণও এগিয়ে আসছে। তার বাবা সৌদিপ্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের কথা বলছেন।
এখনও যদি রায়হান বেকার থাকে, তাহলে কোনোভাবেই তাদের স্বপ্ন পূরণ হবে না। রায়হান-তানিয়ার মনের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার তেমনই মুহূর্তকে ফ্রেমবন্দি করা হয়েছে যে 'বিকেল বিষণ্ণ' নাটকের জন্য। এতে রায়হান চরিত্রে জোভান ও তানিয়া চরিত্রে তাসনুভা তিশাকে অভিনয় করতে দেখা যাবে। লিখেছেন আহমেদ তাওকীর।