কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সেপ্টেম্বরেই মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৪:৪৩

করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরেই আন্তর্জাতিক ফুটবলের ম্যাচগুলো স্থগিত হয়ে আছে। ফুটবলপ্রেমীদের জন্য খুশির খবর, শিগগিরই মাঠে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে ফুটবল লড়াইয়ে বিভিন্ন দেশের মুখোমুখি ধামাকা। 

সম্প্রতি নেশনস লিগের জন্য নতুন সূচি দিয়েছে উয়েফা। সূচি অনুযায়ী আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি জার্মানি ও স্পেন। এছাড়া ৫ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচ খেলতে আইসল্যান্ডে যাবে ইংল্যান্ড।

করোনাভাইরাসের কারণে নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। উয়েফার সূচি অনুযায়ী জুলাইয়ের মাঝেই ইউরোপের শীর্ষ পর্যায়ের লিগগুলো শেষ হবে। এরপর আগস্টে চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তারপর সেপ্টেম্বরে শুরু হবে নেশনস লিগ।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ২০২০-২১ মৌসুমের নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে মাঠে গড়াবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও