হিলিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮০ পিচ ইয়াবা ও একটি বাজাজ সিটি-১০০ মোটরসাইকেলসহ মাহাবুব আলম রতন নামের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার সময় উপজেলার খট্টামাধব পাড়া ইউনিয়নের মাধবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাহাবুব আলম রতন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। হাকিম থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গোপন সংবাদে খবর আসে মাদক চোরাকারবারির একটি চক্র রাতে ভারত থেকে ইয়াবা পাচার করে মোটরসাইকেল যোগে দেশের অভ্যন্তরে প্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশের একটি টহল দল রাস্তার পাশে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়।
পরে রাতে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে এক যুবক পার হওয়ার সময় পুলিশ তাকে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পরে মোটরসাইকেলে অভিনব কায়দায় রাখা ৭৮০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.