You have reached your daily news limit

Please log in to continue


‘নিয়ম না মানলে, পরিস্থিতি আরো মারাত্মক হতে পারে’

‘করোনাভাইরাস প্রতিরোধের উপায় হলো মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাবেশ এড়িয়ে চলা। এই সব ধাপ আমাদের একসঙ্গে পালন করতে হবে। যদি এ নিয়মগুলো না মানি তাহলে পরিস্থিতি আরো মারাত্মক হতে পারে।’ আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার এ বিষয়ে আমাদের সতর্ক করছে। তারাও বলছে, আমরা যদি এই নিয়মগুলো না মানি, তাহলে করোনাভাইরাস আরো অনেক বেড়ে যেতে পারে। পরিস্থিতি আরো মারাত্মক হতে পারে। আমরা আর মারাত্মকের দিকে যেতে চাই না। আপনারা সবাই সহযোগিতা করুন।’ নাসিমা সুলতানা বলেন, ‘এরমধ্যে আমরা অনেককেই হারিয়েছি করোনার কারণে। আমরা চাই না আর কেউ আমাদের মধ্য থেকে করোনায় আক্রান্ত হয়ে হারিয়ে যান। যারা হারিয়ে গেছেন তাদের মধ্যে অনেক প্রতিথযশা, স্বনামধন্য ব্যক্তি এবং অনেক ফ্রন্টলাইন যোদ্ধা রয়েছেন। ফ্রন্টলাইনের যোদ্ধাদের মধ্যে চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের সদস্য, বিচার বিভাগের সদস্য রয়েছেন। সবাই যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এবং সাধারণ মানুষ এই যুদ্ধের সঙ্গে শামিল হয়েছেন। যারা এই যুদ্ধে শামিল সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’ এদিকে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪৯৮টি (আগের দিনের কিছু নমুনাসহ)। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে তিন হাজার ৮৬৮ জনের মধ্যে। শনাক্তের হার ২০ দশমিক ৯১ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৪৭৪ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন