জটিল নয় রোগ থেকে মুক্তি দেয় ছোট্ট এই ফলটি!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৬ জুন ২০২০, ১৩:১৭

করমচা ভীষণ টক স্বাদের ছোট একটি ফল। যা বেশ উপকারীও। লালচে সবুজ এই ফলটি পেকে গেলে জামের রঙের মতো রঙ ধারণ করে। এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ান উপমহাদেশগুলোতে এই ফলটির সন্ধান পাওয়া গেছে। যদিও আমাদের দেশে এই ফলটি গ্রামাঞ্চলের দিকে বেশি সহজলভ্য।

করমচা আকৃতিতে ছোট হলেও এতে থাকা পুষ্টিগুণ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ১০০ গ্রাম করমচা থেকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন-এ, ভিটামিন-সি, রিবোফ্লাভিন, নায়াসিন, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং কপার পাওয়া যায়। মৌসুমি এই ফল বাজারে বেশ সহজলভ্য, তবে খুব অল্প সময়ের জন্যেই পাওয়া যায় এটি। তাই যে কদিন পাওয়া যায় প্রতিদিন অল্প পরিমাণে হলেও করমচা খাওয়ার চেষ্টা করুন।

চলুন এবার জেনে নেয়া যাক করমচার উপকারিতাগুলো-

করমচাতে কোনো ধরণের ফ্যাট এবং খারাপ কোলেস্টেরল থাকে না।

কিছু ক্ষেত্রে কৃমির সমস্যা কমাতে অবদান রাখে করমচা।

পেটের সমস্যা দূর করতে ও কমাতে সাহায্য করে করমচা। 

টক স্বাদের এই ফলটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-সি। যা খাবারে রুচি ফেরাতে সাহায্য করে। বিশেষত জ্বর, ডায়রিয়া, আমাশয়ের রোগীদের জন্য খুব ভালো কাজ করে করমচা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও