সহজেই রাঁধা যায় ইলিশ পোলাও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

ইলিশ পোলাও খেতে পছন্দ করেন না এমন বাঙালি হয়ত খুঁজে পাওয়া যাবে না।


এই পদ সহজে রান্নার জন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।


উপকরণ



  • পোলাওয়ের চাল ৩ কাপ

  • ইলিশ মাছ ৬ টুকরা

  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ

  • আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ

  • ধনেগুঁড়া ১ চা-চামচ

  • মরিচ-গুঁড়া আধা চা-চামচ

  • জিরা-গুঁড়া ১ চা-চামচ

  • টক দই আধা কাপ

  • তরল দুধ ১ কাপ

  • ঘি ৩ টেবিল-চামচ

  • তেল আধা কাপ

  • লবণ স্বাদ মতো

  • চিনি সামান্য

  • কাঁচামরিচ ৫/৬টি

  • পানি পরিমাণ মতো

  • গরম মসলার গুঁড়া আধা চা-চামচ



পদ্ধতি



  • প্রথমে ইলিশ মাছের মধ্যে দই, দুধ ও সব মসলা দিয়ে মেখে রেখে দিতে হবে এক ঘণ্টা।

  • এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন।

  • গরম হলে মেখে রাখা মাছ দিয়ে কষিয়ে সামান্য পানি-সহ রান্না করে উঠিয়ে নিন।

  • এই তেলেই চাল দিয়ে কষিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

  • চাল সিদ্ধ হয়ে গেলে স্তরে স্তরে মাছ সাজিয়ে কাঁচামরিচ বেরেস্তা ও ঘি দিয়ে ঢেকে দিন।

  • আর এভাবেই সহজে রান্না করে নিতে পারেন মজাদার ইলিশ পোলাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও