চাঁদপুরে তিন হাজার দুইশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটায় নতুন বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. বাহার মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বকুলতলা রোড থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়।আটককৃতরা হলেন-চাঁদপুর শহরের বড় স্টেশনের কবরস্থান রোড এলাকার মাসুদ সরদার, যমুনা রোডের হানিফ খান, পাইলট হাউসের হিজবুল্লাহ মাতাব্বর। নতুন বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. বাহার মিয়া জনান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বকুল তলা রোড় এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় চট্টগ্রাম থেকে আসা একটি পিকআপভ্যানে তল্লাশি করে ৩২ শ' পিস ইয়াবা, তিনটি মোবাইল ও নগদ ৫ হাজার ৭ টাকা উদ্ধার করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.