রবির বাবা দিবসের বিজ্ঞাপনে বাবা-সন্তানের সহজ-সরল গল্প
প্রথম আলো
প্রকাশিত: ২৪ জুন ২০২০, ১৫:৩৪
বাবা সারা জীবন বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদের আগলে রাখেন। আমাদের গায়ে কোনো আঁচ পর্যন্ত লাগতে দেন না। বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে আদর, মায়া, সম্মান থাকে। আবার সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে বন্ধুত্ব ও পার্টনারশিপ। তবে এই সহজ-সরল গল্পগুলো পর্দায় উঠে আসে না। থেকে যায় আড়ালে। এ বছর রবির বাবা দিবসের বিজ্ঞাপনটি অবশ্য বাবা-সন্তানের সহজ-সরল গল্পকেই তুলে এনেছে। করোনাকালে আমরা মেনে...