স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার ঘরোয়া ৪ উপায়

ঢাকা টাইমস প্রকাশিত: ২৩ জুন ২০২০, ১০:০৬

শরীর ও ত্বকের মতো চুলেরও বাড়তি যত্নের প্রয়োজন রয়েছে। ময়লা ও ঘামের কারণে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে। করোনার কারণে ঘরবন্দি অবস্থায় ঘরে বসেই চুলের যত্ন নিতে পারে। বাড়িতে প্রাকৃতিক উপাদান দিয়েই করতে পারেন চুলের যত্ন। নিয়মিত যত্ন নিলে চুল হয়ে উঠবে স্বাস্থ্যজ্জ্বল।

চলুন এমন চারটি উপায় জেনে নিই- শশা ও লেবুর প্যাক শশা ও লেবুর রসের পেস্ট বানিয়ে তাতে অলিভ অয়েল বা নারকেল তেল মেশাতে পারেন। এই মিশ্রণ স্ক্যাল্প ও চুলের লেন্থে লাগিয়ে নিন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর শ্যাম্পু করে নিন। মধু দিয়ে শ্যাম্পু অনেক ধরনের দামি শ্যাম্পু ব্যবহার করেছেন? কিন্তু চুলে রুক্ষতা কাটেনি।

তাহলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন মধু দিয়ে শ্যাম্পু। এক টেবিল চামচ মধুর সঙ্গে তিন টেবিল চামচ পানি এবং পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। ভেজা চুলে এই মিশ্রণ লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। নারকেল ও অ্যালোভেরা শ্যাম্পু ৪ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে এই মিশ্রণ ভেজা চুলে ও স্ক্যাল্পে মাসাজ করুন পাঁচ মিনিট। তারপর ধুয়ে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও