করোনা পরিস্থিতিতে মোংলায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নিয়ম ভঙ্গ করে খাবার বিক্রি করায় হোটেল প্যারডাইসের মালিক ও পৌর কাউন্সিলর খোরশেদ আলমকেও অর্থদণ্ড দেয়া হয়।
আজ সোমবার (২২ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের মাস্ক ব্যবহার না করা ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি এই জরিমানা করেন।
এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশি বলেন, করোনার এই মহামারীতে আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পৌর কাউন্সিলর ও হোটেল মালিক খোরশেদ আলম আইন অমান্য করে দুপুর ২টার পর হোটেল খোলা রাখায় তাকেও জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.