আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি তুরস্ক : আমর মুসা

কালের কণ্ঠ প্রকাশিত: ২০ জুন ২০২০, ১৮:৩৫

তুরস্ককে আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছেন আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা। তিনি বলেছেন, 'তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি বিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।'

তুর্কি সরকারের এসব পদক্ষেপকে ভয়াবহ বিপজ্জনক বলে অভিহিত করে আমর মুসা বলেন, 'লিবিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমর্থন ছাড়া সমন্বয় করা সম্ভব নয়। আঙ্কারা লিবিয়া থেকে এককভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের সঙ্গে বিগত মাসগুলোতে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর সংঘর্ষ চলছে। খলিফা হাফতার রাজধানীর দখল নেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও