নিজের মেয়ের সঙ্গে এমন 'লিপলক' ছবি কেন তুলেছিলেন মহেশ ভাট?
মহেশ ভাট; বলিউডের প্রতিষ্ঠিত পরিচালক-প্রযোজক। সুনামের পাশাপাশি প্রায়ই বিতর্কের জড়িয়েছে তার নাম। তার চলচ্চিত্রগুলো যেমন ভিন্ন তেমনি আর দশজনের চেয়ে আলাদা তার ব্যক্তিগত জীবনও। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে তার নাম সামনে এসেছে।
'ফিল্ম ফেয়ার' ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য মেয়ে পুজা ভাটের ঠোটে চুমু খেয়ে ছবির পোজ দেয়ায় মহেশ ভাটকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠে। ঘনিষ্ঠভাবে চুম্বনরত বাবা-মেয়ের এই ছবি প্রকাশিত হওয়ার পরই আলোড়ন শুরু হয়। অনেকেই বাবা-মেয়ের এ আচরণকে 'অশ্লীলতা' বলে দাবি করেন। ভারতের বেশ কিছু জায়গায় এ নিয়ে বিক্ষোভও হয়। এখানেই শেষ নয়। ওই ম্যাগাজিনের লিড স্টোরিটাই ছিলো তাদের নিয়ে। যেখানে সাক্ষাৎকার দিতে গিয়ে মহেশ বলেন, 'পুজা আমার মেয়ে না হলে আমি তাকে বিয়ে করতে চাইতাম।' তবে মেয়ে আলিয়া ভাটের চোখে বাবার ইমেজটা একেবারেই আলাদা।
গণমাধ্যমকে একবার তিনি বলেছিলেন, 'তিনি আর দশজন মানুষের মতো না। স্বাভাবিকভাবেই আর দশজন সাধারণ বাবার মতোও না। তিনি সেই ধরনের বাবা নন যিনি প্রতি রবিবার সন্তানদের পাশে বসে স্কুলে ভালো করার কথা বলবেন। তিনি একেবারেই বিপরীত- তিনি হয়তো আমাকে বলবেন স্কুলে ফেল করতে। ফেল করাটা খারাপ- এমন ধারণা তিনি আমার ভেতর থেকে পুরোপুরি বের করে ফেলেন।' আর বাবাকে নিয়ে পূজার বক্তব্য হলো, 'আলিয়া, শাহীন এবং সানির চেয়ে বাবাকে আমিই ভালোভাবে জানি। কারণ, আমি তাকে ব্যর্থতার ভেতর দিয়ে যেতে দেখেছি। যেটার সাক্ষী ওরা কখনই হতে পারবে না।' মহেশ ভাটের সঙ্গে বহু নারীর নাম জড়িয়েছে বিভিন্ন সময়। শোনা যায়, কলেজজীবনে লোরিয়েন ব্রাইট নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহেশের। পরবর্তীকালে মহেশ ভাট ওই নারীর নাম পরিবর্তন করে রাখেন কিরণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.