'ভাঙ্গাচোরা আছিন ভালা আছিন, অহন তো লেপ দিয়া নিছেগা কোটি টেহা'

কালের কণ্ঠ প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১৮:৩৯

'ভাঙ্গাচোরা আছিন, ভালা আছিন। অহন তো চোরের দল লেপ দিয়া নিছে গা কোটি টেহা। টান দিলেই উইঠ্যা যায় পিস পাথর (কার্পেটিং)। বড় বড় সলডা (কার্পেটিং) হাতে নিয়া পোলাপাইন খেলা করে। এইডা কিরহম কাম, এর কি কোনো বিচার নাই- ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বটতলা থেকে সিডস্টোর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দেখে এভাবে এলাকার বিক্ষুব্ধ লোকজন কথাগুলো বলেন।

বহুল প্রতীক্ষিত রাস্তার কাজের এই মান নিয়ে এলাকার মানুষ ছাড়াও স্থানীয় সাংসদ ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। আজ শুক্রবার দ্বিতীয়বারের মতো এলাকবাসী কাজে বাধা ছাড়াও বিক্ষোভ করেছে। সড়কটির একদিকে নির্মাণ চলছে অন্যদিকে খেলার ছলে ছোট ছোট শিশুরা পা দিয়ে গুঁতো এমনকি হাত দিয়ে টান দিলেই উঠে আসছে কার্পেটিং। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে এলাকার লোকজন ঠিকাদারের লোকজন কর্তৃক হুমকির সম্মুখীন হচ্ছেন। বলা হচ্ছে চাঁদা নেওয়ায় একটি চক্র এ ধরনের প্রতিবাদ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও