You have reached your daily news limit

Please log in to continue


মায়ের নায়ক আরাধ্যর ক্রাশ!

করণ জোহর প্রযোজিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একসঙ্গে কাজ করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর। তাদের রসায়ন বেশ সাড়া ফেলেছিলো দর্শকমহলে।কিন্তু জানেন কী ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শুটিং চলাকালীন একটি মজার ঘটনা ঘটে। এরপরই মায়ের নায়ক বনে যায় মেয়ে আরাধ্য বচ্চনের ক্রাশ। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেছেন- “অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সেটে রণবীর কাপুরকে বাবা অভিষেক বচ্চন ভেবে ভুল করেছিলেন আরাধ্য বচ্চন। কিন্তু যখন সে দৌঁড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে তখন বুঝতে পারে এটি তার বাবা নয়। তারপর থেকে রণবীরকে দেখলেই সে লজ্জা পেতো।” যোগ করে ঐশ্বরিয়া বলেন, “আমি সেটে ওকে রণবীরকে আংকেল হিসেবে পরিচয় করিয়ে দেই। কিন্তু ও বলে না আংকেল নয়, আরকে। এরপর থেকে রণবীরকে সে আরকে বলেই সম্বোধন করে। ওর ক্রাশও বলিউডের এই অভিনেতা।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন