‘জয় বাংলা’ স্লোগান বিকৃত করার অপচেষ্টায় ববি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৯:৫৭

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ‘জয় বাংলা’ স্লোগান। কোনো ঘোষণা ছাড়াই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও জড়িয়ে আছে এই স্লোগান। অথচ সেই স্লোগানকেই বিকৃত করার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বিতর্কিত-সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের বিরুদ্ধে।

গত ১০ মার্চ হাই কোর্ট এক আদেশে বলেছেন ‘জয় বাংলা’ এখন থেকে জাতীয় স্লোগান। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে মুক্তিকামী মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে এই ‘জয় বাংলা’ স্লোগান। সে সময়ের প্রত্যক্ষদর্শীরা তো বটেই ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও দেখে শিহরিত হয় তরুণ প্রজন্মও। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা সেই স্লোগান বিকৃতির চেষ্টায় দীর্ঘদিন যাবত প্রপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছেন ববি হাজ্জাজ এবং তা প্রকাশ্য।

দেখো গেছে, বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি বক্তব্য দেওয়া শেষে ‘জয় বাংলা’ না দিয়ে বলেন ‘জয় বাংলাদেশ’ বলে স্লোগান দেন ববি।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া বিভিন্ন পোস্টেও ‘জয় বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করেন তিনি। বাদ রাখেননি ইউটিউবও। ইউটিউবে প্রকাশ করা নিজের বেশ কয়েকটি কনটেনটে ‘জয় বাংলাদেশ’ স্লোগান দেন ববি হাজ্জাজ।

অভিযোগ আছে, বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল তথা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি’; উভয়কেই ‘ম্যানেজ’ করে স্লোগানের এমন বিকৃতি ঘটান ববি। ২০১৯ সালে অনুমোদন পাওয়া ববি হাজ্জাজের রাজনৈতিক দলের নাম ‘জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’। আর দলের স্লোগান করা হয় ‘জয় বাংলাদেশ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও