বর্ষায় ব্রণ সমস্যা বাড়তে পারে, জেনে নিন ঘরোয়া সমাধান
এই সময় অনেক কিছুর সঙ্গে আমরা ব্রণ নিয়েও চিন্তিত। কেউবা ব্রণের চিকিৎসা করেও কোনো সমাধান পাননি। ক্রিম মেখেও কাজ হয়নি।
পুনরায় ব্রণ দেখা দিয়েছে মুখে। আপনি যদি এমন কোনো সমস্যায় জর্জরিত হন, তাহলে শুরু করুন ঘরোয়া চিকিৎসা।
ব্রণ নির্মূল হতে সময় লাগবে, কিন্তু নির্মূল হওয়ার আশা রাখা যায়। হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে না। অন্যদিকে স্কিনের ক্রিমের দাম হয় অনেক। প্রতি মাসে যা খরচ করা সম্ভব হয় না।
অন্যদিকে ঘরোয়া উপায়ে আপনি মুখের কালো দাগের থেকে পেতে পারেন অব্যাহতি। এমনকি ফিরে পেতে পারেন আপনার ত্বকের উজ্জ্বলতা এবং কোমলতা।
যা করবেন-
হলুদ গুঁড়া এবং দইয়ের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এটি একসঙ্গে আপনার মুখ এবং ঘাড়ে মাখুন, হালকা করে আঙুলের মাথা দিয়ে ধীরে ধীরে মালিশ করুন। এরপর ১০ মিনিট রাখুন এবং ঠাণ্ডা পানিতে আপনার মুখ ধুয়ে ফেলুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.