You have reached your daily news limit

Please log in to continue


স্কুলছাত্রী হিরা মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রিজভীর

লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মণির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে গত ১২ জুন পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।রিজভী বলেন, ‘বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। হিরা মনিকে নির্যাতন করে যারা হত্যা করেছে,তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’এছাড়া, যশোরে নিখোঁজ ছাত্রদল নেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি করে রিজভী বলেন, ‘করোনার মধ্যেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ত্রাণ বিতরণের সময় মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। নির্যাতন করে কারাগারে পাঠানো হচ্ছে। এরকম চলতে থাকলে করোনার মধ্যেও আমরা রাস্তায় আন্দোলন গড়ে তুলবো।’ সরকার কয়েকটি দর্শন চালু করেছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্যাসিনো চালু করেছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন ও ধর্ষণ চালু করেছে। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নব উদ্যমে বাকশাল চালু করেছে— এই হচ্ছে প্রধানমন্ত্রী ও সরকারের রাষ্ট্রদর্শন। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হিরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে তার কোনও ইয়ত্তা নেই।’প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার করোনা মোকাবিলা করতে পারে নাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন