কুরিয়ারে আমের চালানে আসলো ৫০ লাখ টাকার হিরোইন অপরাধ- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ১৫ জুন, ২০২০ ১৬:২৪ কুরিয়ারে আমের চালানের সঙ্গে আনা প্রায় ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি হিরোইনসহ দম্পতিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।
আটকরা হলেন: হাবিবুর রহমান বাবু (২৯) ও দিলরুবা দিপা (২৭)। র্যাব-২ এর স্পেশালাইজড ক্রাইম প্রিভেনশন কোম্পানির কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান: চাঁপাইনবাবগঞ্জ থেকে কুরিয়ার সার্ভিসে আনা আমের সঙ্গে এ বিপুল পরিমাণ হিরোইন ঢাকায় আসে। আমের মধ্যে একটি প্রেসার কুকারে বিশেষ কায়দায় লুকিয়ে হিরোইনের চালানটি আনা হয়। বিজ্ঞাপন পরে প্রেসার কুকার থেকে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের হাফ কেজি হিরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক করা হয় স্বামী-স্ত্রীকে দু’জনকে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও জানান: তারা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য, মৌসুমি ফল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রেরণের আড়ালে হেরোইন পাচার করে আসছিলেন। তারা স্বামী স্ত্রী হিসেবে মুন্সিগঞ্জে একটি ভাড়া বাসায় বসবাস করেন। আটকরা শাড়ি-লুঙ্গির ব্যবসা করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কুরিয়ারে প্রতি মাসে ৩ থেকে ৪টি করে হিরোইনের চালান আসে তাদের। যাতে করে প্রতিবার ৫০ লাখ থেকে ২ কোটি টাকার হেরোইন আনতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.