বাজেটে বরাদ্দ অর্থ যথাসময়ে ব্যয় চায় কৃষিবিদ ইনস্টিটিউশন

ঢাকা টাইমস প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৮:৫৯

বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রণীত বাজেটটি যুগোপযোগী এবং যথার্থ হয়েছে বলে মনে করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)। সংগঠটি মনে করে, কৃষিতে যে বাজেট বরাদ্দ রাখা হয়েছে এই অর্থ যথাসময়ে নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন কার্যক্রম সফল বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে দেশে খাদ্য ও পুষ্টির যোগান অব্যাহত থাকবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া এবং মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম (প্রিন্স)সহ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা রবিবার এক বিবৃতিতে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এসব কথা বলেন।

বাজেটকে বাংলাদেশের কৃষির সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী, সময়পোযোগী ও বাস্তবসম্মত বাজেট হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও