You have reached your daily news limit

Please log in to continue


গুলি করে ৮০ লাখ টাকা ছিনতাই : মূল হোতাসহ গ্রেফতার ৫

গাজীপুরে কালিয়াকৈরের ইনক্রেডিবল ফ্যাশনস্ লি. গার্মেন্টসের প্রায় ৮০ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শনিবার (১৩ জুন) রাতে রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১ এর পৃথক দল। এসময় গ্রেফতারদের হেফাজত থেকে নগদ ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরবাইক, গাড়ি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারি পরিচালক এএসপি সুজয় সরকার জাগো নিউজকে জানান, রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ছিনতাইকারীরা গুলি করে ইনক্রেডিবল ফ্যাশনস্ লি. গার্মেন্টসের ৮২ লাখ ১২ হাজার টাকা লুট করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন