কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আলেমবান্ধব ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে স্বজন হারানোর ব্যথা

বার্তা২৪ মুফতি এনায়েতুল্লাহ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ০৬:৫০

৭ জানুয়ারি ২০১৯। বঙ্গভবনে বিকাল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নেন শেখ হাসিনা। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। ওই দিন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রীর শপথ নেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মো. আবদুল্লাহ। পরে তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে নানা আনুষ্ঠানিকতা শেষে ১২ জানুয়ারি, শুক্রবার উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক নেতা, ধর্মীয় চিন্তাবিদ ও সমাজ সংস্কারক মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরি (সদর সাহেব) রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করতে যান শেখ মো. আবদুল্লাহ।


কবর জিয়ারত শেষে শেখ আবদুল্লাহ বলেন, ‘আমি গওহরডাঙ্গা মাদরাসার ছাত্র। হজরত সদর সাহেব হুজুরের সঙ্গে আমার সম্পর্ক ছিলো। তিনি ছিলেন আমার ধর্মীয় ও আধ্যাত্মিক গুরু। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান এবং আলেম-উলামাদের দোয়া নিয়ে মন্ত্রণালয়ের কাজ শুরু করতে চাই। তাই এখানে এসেছি।’

মন্ত্রী
আল্লামা শামছুল হক ফরিদপুরি রহ.-এর কবর জিয়ারত করছে শেখ মো. আবদুল্লাহ
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, তা আমি দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করবো। আমি দেশের ঐতিহ্যবাহী এই মাদরাসার ছাত্র ছিলাম এবং দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে কাজ করেছি। আমি সবার সহযোগিতা নিয়ে মন্ত্রণালয় পরিচালনা করবো।’

আলহাজ্ব শেখ মো. আবদুল্লাহ আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার রাজনৈতিক নেতা। আর আল্লামা শামছুল হক ফরিদপুরি (রহ.) হলেন আমার ধর্মীয় নেতা।’

আল্লামা শামছুল হক ফরিদপুরি (রহ.)-এর কবরের পাশে দাঁড়িয়ে দেওয়া কথা তিনি আমৃত্যু রেখেছেন। তার মন্ত্রীত্বকালীন সময়ে ২০১৯ সালে অতীতের যেকোনো সময়ের চেয়ে সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তার প্রচেষ্টায় বিগত বছর হজের উড়োজাহাজ ভাড়া ১০ হাজার টাকা কমানো হয় এবং হজের কোটা বাড়ে ১০ হাজার। সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার ব্যবস্থা হয়।

সরকারের সঙ্গে দূরত্ব কমিয়ে আনা এবং সরকার যাতে ইসলামের পক্ষে বেশি বেশি কাজ করতে পারে সে লক্ষ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ কওমি, আলিয়াসহ সকল ঘরানার আলেম-উলামাদের সঙ্গে সুসর্ম্পক গড়ে তোলেন। ২০১৯ সালের হজে সারাদেশের শীর্ষস্থানীয় ৫৮ আলেমকে নিয়ে তিনি হজপালন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও