বঙ্গবন্ধু ও জাতীয় স্লোগান বিকৃতি করে হুমকি, থানায় অভিযোগ
হুমকি প্রদান করে মো. মুছা নামে এক যুবক। এই ঘটনায় রাঙামাটি সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে এই যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানেরও অভিযোগ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিলফুল ফুজুল তরুণ সংঘের ম্যাসেঞ্জার গ্রুপে নিজেদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে মোঃ মুছা (তার ব্যবহৃত ফেসবুক আইডি আ. জ. ম মুছা) হুমকি দিতে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় স্লোগানকে বিকৃতভাবে ব্যবহার করে। সে লিখেছে ‘বাংলাদেশ-জিন্দাবাদ’, একইসাথে ঠিক এই লাইনের নিচেই লিখেছে ‘জয় বাংলা, শেখ মজিব’। বঙ্গবন্ধুর নামটিও যেমন শুদ্ধ করে লেখেননি তেমনি জয় বাংলার পরে জয় বঙ্গবন্ধু না লিখে উভয় স্লোগানকে বিকৃতি করেছে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, রিজার্ভ বাজারের মহসিন কলোনি এলাকার মো. শফির ছেলে মো. মুছা (২৭) দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে মহসিন কলোনি এলাকায় সরকারি উন্নয়ন কাজে বাধা দানেরও অভিযোগ রয়েছে। সে রিজার্ভ বাজার এলাকায় ইয়াবা ব্যবসার সাথেও জড়িত।