হাঁটুগেড়ে বর্ণবাদের প্রতিবাদ জানাবেন ক্যারিবীয় ক্রিকেটাররা
ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সংহতি জানাতে পারে ওয়েস্ট ইন্ডিজ। দলের সবার মতামত নিয়েই সেটি করা হবে। হাঁটুগেড়ে প্রতিবাদ জানানোর ব্যাপারটাও বিবেচনা রয়েছে জানিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন মাঠের খেলায় তাদের উজ্জীবিত করবে বলেও মনে করেন হোল্ডার।
জর্জ ফ্লয়েড হত্যার পর নতুন মাত্রা পেয়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রে, এ আন্দোলনের অগ্রভাবে আছেন ক্রীড়াবিদরা। ক্রিকেট আর বর্ণবাদ নিয়েও এখন আলোচনা হচ্ছে। বর্ণবাদ মোকাবেলায় আইসিসির ভূমিকায় সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্যাপ্টেন জেসন হোল্ডার। তবে এখনই সবার ঐক্য প্রয়োজন বলে মনে করেন তিনি।
নিউজিল্যান্ডে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। ভারতে এমন ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তবে জেসন হোল্ডার জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তাকে কখনো বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। ব্ল্যাক লাইভস ম্যাটার মুভেমেন্টে একের পর এক সংহতি জানাচ্ছে ক্রীড়াঙ্গণ।