প্রেসার কুকারেই তৈরি হবে মজাদার পিৎজা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ জুন ২০২০, ১৩:০৮

পিৎজা ফাস্টফুড প্রেমীদের পছন্দের তালিকার শুরুতেই রয়েছে। তবে এখন বাইরে থেকে কিনে খাওয়াটা একেবারেই নিরাপদ না। বাড়িতেই কিন্তু বানিয়ে খেতে পারেন পছন্দের পিৎজা।  ভাবছেন বাসায় ওভেন নেই! তাহলে কি খাওয়া হবে না আপনার? অবশ্যই হবে। প্রেসার কুকারেই বানাতে পারবেন একদম পারফেক্ট পিৎজা।

জেনে নিন প্রেসার কুকারে কীভাবে বানাবেন পিৎজা-  পিৎজার ব্রেড বানানোর উপকরণ: ময়দা এক কাপ, টক দই ২ কাপ, বেকিং পাউডার ৩ চা চামচ, বেকিং সোডা ১/৩ চা চামচ, চিনি এক টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।    সসের জন্য: টমেটো কুচি এক কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ।  পিৎজার টপিং এর জন্য: মুরগির মাংস আধা কাপ, পেঁয়াজের টুকরো (একটু মোটা রেখে কাটতে হবে), আপনার পছন্দ মতো বাকি সব নিন টমেটো স্লাইস, সুইট কর্ন, ফ্রেশ ক্রিম, গ্রেট করা চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। প্রণালী: সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডো বানাতে হবে।

এবার ডো এর উপর তেল ব্রাশ করে একটা পাত্রে ঢেকে রাখতে হবে তিন থেকে চার ঘণ্টা। কড়াইতে অল্প তেল দিয়ে রসুন কুচি ভেজে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিন। এর সঙ্গে স্বাদ মতো লবণ, চিনি, অরিগ্যানো ও সামান্য পানি মিশিয়ে সস বানিয়ে নিন।  এবার টপিং বানিয়ে নিন। ফ্রাইং প্যানে সামান্য তেলে মুরগির মাংস, পেঁয়াজ কুচি ও সামান্য লবণ দিয়ে ভেজে নিন। ময়দার মিশ্রণ থেকে তিন বা চারটি টুকরো করে নিন। একটু মোটা করতে রুটি বেলে নিন। এবার প্রেসার কুকারে মাখন ব্রাশ করে পিৎজার ব্রেড দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও