You have reached your daily news limit

Please log in to continue


পানি খাওয়ানোতেই দলে সুযোগ পান আশরাফুল

বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল। ২০০০ সালে ঢাকা প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। তখনো কিশোর বয়স পার হয়নি আশরাফুলের। যে দলে তিনি সুযোগ পান সেই দলে ছিলেন মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, আল শাহরিয়ার রোকনদের মতো তারকা ক্রিকেটার। এমন দলে মূল একাদশে খেলতে চাইলে বিশেষ কিছু করে দেখাতে হতো। তবে শুধু পানি খাইয়েই ছোট্ট আশরাফুল সুযোগ পেয়েছিলেন মূল একাদশে।  সম্প্রতি ক্রিকেটবিষয়ক এক ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল জানিয়েছেন সেই ঘটনা। তিনি বলেন, ‘আমি যুব বিশ্বকাপ শেষ করে আসার পর প্রিমিয়ার লিগের দলবদল হচ্ছিল। ওয়াহিদুল গণি স্যার সর্বদা আমাকে বড়দের সঙ্গে অনুশীলন করাতেন। সেবার সূর্যতরুণে সুযোগ পাই।’ সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আরো বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ম্যাচ হচ্ছিল। সেই ম্যাচে নান্নু ভাই ৮০ রানের বেশি করেছিলেন। আমি তো সবার ছোট ছিলাম। সবাইকে বলেছিলাম- ভাই, আপনারা বসে থাকেন। ব্যাটিংয়ের পুরো সময় আমি পানি নিয়ে যাব। এরপর পুরো ইনিংসজুড়ে আমি পানি নিয়ে খাওয়ালাম। কিন্তু সেই ম্যাচটা আমরা হেরে যাই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন