বরগুনায় ১০৭ জনের নমুনা ফেরৎ, অপেক্ষমাণ ৩ শতাধিক নমুনার ফলাফলের
বরগুনা জেলায় প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বরিশাল এবং ঢাকা দুটি স্থানে নমুনা পাঠানোর কারণে ফলাফল প্রাপ্তিতে বিলম্ব হচ্ছে। বড় ধরনের জট লেগে যাওয়ায় ৩ দিনে কোনো ফলাফলই আসেনি।
স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, বরিশাল ল্যাবে অনেকদিন বরগুনা থেকে নমুনা নিয়ে যাবার পর তা রাখা হয়নি। আবার বরিশালে নমুনা না রাখায় ঢাকা নিয়ে গেলে সেখানেও নমুনা না রাখায় ইতোমধ্যে কয়েকশ সংগৃহীত নমুনা নষ্ট হয়ে গেছে। সর্বশেষ ৩০ মে ৪৮টি এবং ৩ জুন ৫৯টিসহ মোট ১০৭টি নমুনা ফেরৎ আসে।
আজ সোমবার পর্যন্ত ঢাকা ও বরিশালে ১৯২২টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্য ৪ শতাধিক নমুনার ফলাফল আজ সকাল ৯টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে আসেনি। এদিকে, ফেরৎ আসা নমুনার সবগুলোই নতুন করে সংগ্রহ করতে হচ্ছে নমুনা সংগ্রহকারীদের।
সিভিল সার্জন ডা. হুমাউন শাহিন খান বলেন, যাদের করোনার নমুনা ফেরৎ এসেছে পুনরায় তাদেরটা সংগ্রহ করা হবে। প্রতিদিন ৩০ জনের নমুনা সংগ্রহ করে আমরা বরিশাল পাঠাবো।