পদোন্নতির পর পাঁচ যুগ্মসচিব ডিসি পদে পুনর্বহাল
প্রশাসনের যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যেসব জেলায় প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন সেখানেই তাদের পুনর্বহাল (ইনসিটু পদায়ন) করা হয়েছে। গত ৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য মিলেছে।
ওইদিনই প্রশাসনের উপ-সচিব পদমর্যাদার ১২৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয় সরকার। নিয়ম অনুযায়ী পদোন্নতির জন্য তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
ইনসিটু পদায়নের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. ওয়াহিদুল ইসলামকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে ফয়েজ আহমেদকে বগুড়া জেলায়, আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে ঢাকায়, তন্ময় দাসকে নোয়াখালীতে, মোহাম্মদ শফিউল আরিফকে যশোরে এবং মো. হামিদুল হককে রাজশাহী জেলায় পদায়ন করা হয়। তার এর আগে থেকেই এসব জেলায় প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন।