'বলিউড তারকারা কি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা বন্ধ করে দেবেন', প্রশ্ন অভয়ের
‘বলিউড তারকারা কি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা বন্ধ করে দেবেন’, প্রশ্ন অভয়ের বিনোদন - চ্যানেল আই অনলাইন ৬ জুন, ২০২০ ১৫:২৩ জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু প্রমাণ করেছে যে কথিত আধুনিক সমাজেও বর্ণবাদের অস্তিত্ব আছে। যতই উন্নতি হোক, গায়ের রঙ দিয়েই সবসময় মানুষকে বিচার করা হয়। বিষয়টি নিয়ে সরব অনেক বলিউড তারকাও। কিন্তু তাদেরকে অনেকে আবার রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করেন।
সমাজের এই দুই রকম চেহারা নিয়ে মন্তব্য করেছেন অভয় দেওল। ইনস্টাগ্রামে অভয় দেওল একটি পোস্ট করেছেন যেখানে তিনি কিছু পরিসংখ্যান দেখিয়েছেন যেগুলোতে স্পষ্ট বোঝা যায় যে ভারতে এখনও গায়ের রঙ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি প্রশ্ন তুলেছেন, ‘বলিউড তারকারা কি এখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা বন্ধ করে দেবেন?’ অভয় বলেন, রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপনে সরাসরি ‘হোয়াইট গ্লো’, ‘এইচডি গ্লো’, ‘হোয়াইট বিউটি’ ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। বহু বছর ধরে নারীদের জন্য এসব তৈরি করা হয়েছে। এখন কোম্পানিগুলো পুরুষদের জন্যও এসব ক্রিম তৈরি করছে। চটকদার নাম ও বিজ্ঞাপনের কারণে এসব পণ্যের প্রতি আকর্ষণ তৈরি হচ্ছে মানুষের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.