করোনা রোগীর বাড়ি বাড়ি গিয়ে সাহায্য

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৬ জুন ২০২০, ০৫:১৮

নিজের বিলাসবহুল গাড়ি বিক্রি করে করোনায় এলাকার কর্মহীনদের পাশে দাঁড়িয়েছিলেন জয়পুরহাটে-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু। এবার তিনি করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার দোগাছি, পালি, পাঁচবিবি উপজেলার আটাপাড়া, ধরঞ্জিতে করোনা আক্রান্ত রোগীর স্বজনদের হাতে তুলে দেন চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, তেল, সাবানসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী ও নগদ ২ হাজার টাকা।

জয়পুরহাট জেলার সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ জেলায় ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২ জনই জয়পুরহাট সদর ও পাচঁবিবি উপজেলার। এদের মধ্যে অধিকাংশই দরিদ্র। তাদের আইসোলেশনে নেয়ার পর থেকে পরিবারের লোকজনের দিন কাটে অতিকষ্টে। বিষয়টি বিবেচনায় নিয়ে দরিদ্র পরিবারে খাদ্য সহযোগিতা ও নগদ অর্থ দেওয়া শুরু করেন স্থানীয় সংসদ সদস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও