বিডিআর বিদ্রোহ: মানবিক বিবেচনায় ৬ আসামির জামিন আবেদন
ঢাকা: পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর নিউমার্কেট থানায় হওয়া মামলার ৬ আসামির পক্ষে জামিন আবেদন করা হয়েছে। জামিন চাওয়া এ ৬ জনই বেসামরিক ব্যক্তি। বুধবার (৩ জুন) তাদের পক্ষে আইনজীবী ফারুক আহাম্মদ ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চ্যুয়াল আদালতে এ আবেদন করেন।
যে আসামিদের পক্ষে জামিন চাওয়া হয়েছে তারা হলেন- পাচক সেলিম মিয়া, আব্দুল করিম, শরিফুল ইসলাম, ঝড়ুদার আব্দুল বারী রুবেল, রাখাল বারেকুজ্জামান ও ডব্লিউ/বি ৮-এর ওয়ার্ড বয় আব্দুস সালাম। বিদ্রোহের সময় তারা পিলখানায় বেসামরিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
আবেদনের বিষয়ে আইনজীবী ফারুক আহাম্মদ বাংলানিউজকে বলেন, মামলার আসামিরা দীর্ঘ ১১ বছর ধরে জেলহাজতে আছেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় হওয়া হত্যা মামলায় তারা খালাস পেয়েছেন। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করা হয়নি। বিদ্রোহের ঘটনায় তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলাও নেই।
‘ঘটনার বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেই। অন্য কোনো আসামিও তাদের জবানবন্দিতে এ আসামিদের নাম বলেননি। বিস্ফোরক মামলায় বিচারের দীর্ঘসূত্রতার কারণে ১১ বছর ধরে তারা কারান্তরীণ। তাই মানবিক বিবেচনায় আমরা তাদের জামিনের জন্য এই আবেদন করেছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.