ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের পশ্চিমবঙ্গ। এর মধ্যেই আজ বুধবার আরেক রাজ্য মহারাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে আরেক ঘূর্ণিঝড় নিসর্গ। এটি এখন মুম্বাইয়ের দিকে ধেয়ে চলেছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের স্থানীয় সময় দুপুরে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্রে ব্যাপক ঝড়বৃষ্টি হচ্ছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর এক টুইটে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র মহারাষ্ট্র উপকূলের খুব কাছে। এটি সৃষ্টি হয়েছে আরব সাগরে।ঘূর্ণিঝড়টি তিনঘন্টা অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গতকাল গভীর রাতে মুম্বাই পুলিশ উপকূলীয় এলাকা, পার্কে মানুষের চলাচল নিষিদ্ধ করে। মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, কেরালা ও লাক্ষা দ্বীপের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.