শর্তসাপেক্ষে রাশেদ চিশতীর জামিন বহাল, মুক্তি মিলছে না
মানি লন্ডারিং প্রতিরোধ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে করা পৃথক তিনটি মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে নিম্ন আদালতের দেওয়া জামিন শর্তসাপেক্ষে বহাল রাখা হয়েছে। নিম্ন আদালতের জামিনের বিরুদ্ধে দুদকের করা পৃথক তিনটি আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
শর্তের মধ্যে রাশেদ চিশতীর পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে, অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, মামলার তদন্তকাজে হস্তক্ষেপ করতে পারবেন না, ফারমার্স ব্যাংকে (বর্তমানে পদ্মা ব্যাংক) প্রবেশ করতে পারবেন না এবং নতুন করে তাঁর জামিননামা দাখিল করতে হবে। তবে অপর একটি মামলায় জামিন স্থগিত থাকায় রাশেদ চিশতী এখনই কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
পৃথক চারটি মামলায় গত ১৮ ও ১৯ মে ঢাকার আদালত থেকে জামিন পান রাশেদ চিশতী। এই জামিনের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। চারটির মধ্যে এক মামলার ক্ষেত্রে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৮ মে সর্বশেষ হাইকোর্টের অপর একটি বেঞ্চ দুদককে আপিল করতে বলে এর শুনানি না হওয়া পর্যন্ত রাশেদ চিশতীর জামিন স্থগিত করেন।