পা দিয়ে লিখেই জি‌পিএ-৪.৬৩

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৪:৫৫

অভাব ও প্রতিবন্ধতা‌কে হার মা‌নি‌য়ে দা‌খিল (এসএস‌সি সমমান) পরীক্ষায় পা দি‌য়ে লি‌খে জি‌পিএ-৪.৬৩ (এ গ্রেড) পে‌য়ে‌ছে রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার হিমা‌য়েতখালি গ্রা‌মের হাবিবুর রহমান।

বাবা আব্দুস সামাদ, মা ‌হে‌লেনা খাতুনের আপ্রাণ চেষ্টা, শিক্ষক-সহপা‌ঠী‌দের অনু‌প্রেরণায় এমন সাফল্য বলছে হাবিব। যদিও জি‌পিএ-৫ না পাওয়া‌তে খুশি হতে পারেনি সে।

দ‌রিদ্র কৃষক প‌রিবা‌রের সন্তান হা‌বিবুর রহমান। পরিবারের সামান্য জ‌মিতে চাষাবাদ ও অন্যের জ‌মি‌তে কাজ করে চলে তাদের সংসার। চার ভাই বো‌নের ম‌ধ্যে তৃতীয় হা‌বিব। জন্ম থে‌কেই হা‌বি‌বের দুই হাত নেই। ছোট বেলায় বাবা-মা, চাচা ও প‌রিবা‌রের অন্যান্য‌দের অনু‌প্রেরণায় পা দি‌য়ে লেখার অভ্যাস ক‌রে হা‌বিব। কালুখালী উপ‌জেলার মৃগী ইউনিয়‌নের হিমা‌য়েতখালি সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে পা দি‌য়ে লি‌খে প্রাথমিক সমাপনীতে ৪.৬৭ পেয়েছিল সে।

পরে বাড়ি থে‌কে প্রায় ১ কি‌লো‌মিটার দূ‌রের পাংশা উপ‌জেলার পুঁই‌জোর সি‌দ্দি‌কিয়া ফা‌জিল (ডিগ্রী) মাদরাসা থে‌কে জে‌ডিসি পরীক্ষায় অংশ নি‌য়ে ৪.৬১ পে‌য়ে পাস করে। পরবর্তীতে একই মাদরাসা থে‌কে ২০২০ সা‌লে দা‌খিল (এসএস‌সি সমমান) পরীক্ষায় নি‌য়ে পায় জি‌পিএ-৪.৬৩। ত‌বে প্রত্যা‌শিত ফলাফল না হওয়ায় অখু‌শি হা‌বিব। কিন্তু হা‌বি‌বের এই সাফ‌ল্যে খুশি শিক্ষক, অভিভাবক ও সহপা‌ঠীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও