খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত

প্রথম আলো প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৮:০০

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তাঁর লিয়াজোঁ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে ওই ব্যক্তি ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


গতকাল বুধবার আদালতের আদেশ অনুযায়ী সিআইডি এই পদক্ষেপ নেয়। আজ বৃহস্পতিবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, এসব ব্যাংক হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা রয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন প্রতিবেদন ও নথি এবং ব্যাংক হিসাব পর্যালোচনা করে দেখা যায়, মোতাল্লেস হোসেন এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় পৌনে ২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তাঁর স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও