তহবিল সংকটে পড়া জুলাই ফাউন্ডেশন কতদূর যাবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৮:৪২

ইতিহাসের বাঁকবদল ঘটানো জুলাই আন্দোলনের হতাহতদের জন্য যে ফাউন্ডেশন গড়া হয়েছিল, পরের জুলাই মাসে আর্থিক সংকটে সেই সংস্থায় দেখা দিয়েছে ‘স্থবিরতা’।


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছে, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকা প্রয়োজন। কিন্তু চলতি জুলাই পর্যন্ত এসেছে ১১৯ কোটি ৪২ টাকার তহবিল। ফলে পরিকল্পনা মাফিক সহায়তার হাত বাড়ানো সম্ভব হচ্ছে না।


গত সেপ্টেম্বরে এ ফাউন্ডেশন যেসব কার্যক্রমের কথা বলে যাত্রা করে, তার মধ্যে রয়েছে- আহতদের জরুরি আর্থিক সহায়তা, শহীদ স্মৃতি সংরক্ষণ, দীর্ঘমেয়াদি পুনর্বাসন, মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং সেবা।


তবে সংস্থাটি এখনো সব কার্যক্রম নিয়ে ডানা মেলাতে পারেনি। আর্থিক সহায়তাও দিতে পারেনি সবাইকে; আর যারা পেয়েছেন, তারা বলছেন–সহায়তা পর্যাপ্ত নয়।


এর মধ্যে শাহবাগে ফাউন্ডেশন কার্যালয়ে হামলা চালিয়েছে একদল জুলাই যোদ্ধা। সময় মত সহায়তা না পাওয়ার ক্ষোভ থেকে গত ৮ জুলাই এ হামলার ঘটনা ঘটে।


জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেন, “ফাউন্ডেশন এখনও স্থিতিশীল পর্যায়ে পৌঁছেনি। সরকারি সব প্রতিষ্ঠানের একটা ডিজিটাল বাজেট কোড নম্বর থাকে, যার অনুকূলে বাজেট বরাদ্দ হয়। আমরা সরকারি প্রতিষ্ঠান না, তাই আমাদের কোনো কোড নম্বর নাই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও