গ্রাহকের অনীহা, অলস পড়ে আছে ২৬১১২৫ প্রি-পেইড মিটার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৮:৪৪

বিদ্যুতের দুই লাখ ৬১ হাজার ১২৫টি প্রি-পেইড মিটার অলস পড়ে আছে। গ্রাহকরা এই মিটার গ্রহণ করতে রাজি হচ্ছেন না। প্রি-পেইড মিটারে বেশি বিল উঠবে ভেবে অনেকে মিটার গ্রহণ করছেন না। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে কেনা এসব মিটার পরে বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে বিপুলসংখ্যক মিটার এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রতিটা মিটার কিনতে সরকারকে গুনতে হয়েছে ৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ২৬৩ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ৪০ পয়সা হিসাব করে)।


১০ লাখ ৫০ হাজার গ্রাহককে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের আওতায় আনতে ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অব বিপিডিবি’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ৬১৯ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। প্রকল্পের আওতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি নাগাদ সাত লাখ ৩৭ হাজার ৩৩৩টি স্মার্ট প্রি-পেইড মিটার কেনা হয়। এর মধ্যে মাত্র ৪ লাখ ৭৬ হাজার ২০৮টি স্থাপন করা হয়েছে।


এ অবস্থায় গ্রাহককে সঠিকভাবে বুঝিয়ে অলস পড়ে থাকা স্মার্ট প্রি-পেইড মিটারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। প্রকল্প নিয়ে নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে এমন মতামত দিয়েছে তারা।


প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১৬৯ কোটি ৬৫ লাখ ১০ হাজার টাকা, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণসহায়তা থেকে ৩২৮ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ১২০ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা ব্যয় করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও