কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদত্যাগ করলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০১ জুন ২০২০, ০০:২০

দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। শনিবার রাতে তিনি নিজ দায়িত্ব থেকে ইস্তফা দেন। তবে কেন তিনি সরে গেলেন, কারণ এখনো ধোঁয়াশাই রয়েছে। রোববার (৩১মে) ভারতের কলকাতা ভিত্তিক গণমাধ্যম সূত্রে এ তথ্য মিলেছে।

এর আগে তাকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ডেকে নিয়ে প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে। খবর কলকাতা টাইমস টোয়েন্টিফোরের।

কী কারণে অণির্বান চট্টোপাধ্যায়কে থানায় তলব করা হয় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের চাপে তাকে পদত্যাগ করতে হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে জল্পনা চলছিল অনির্বাণকে গ্রেপ্তার করা হতে পারে।

বর্তমানে বার্তা সম্পাদকের দায়িত্বে থাকা ঈশানী দত্ত রায় পত্রিকাটির নতুন সম্পাদক হতে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া এবিপি আনন্দের সুমন দে ও সেমন্তী দে’র নামও শোনা যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও