সাইপ্রাসে ভালো নেই বাংলাদেশিরা

বাংলা নিউজ ২৪ মাহাফুজুল হক চৌধুরী প্রকাশিত: ৩১ মে ২০২০, ১৭:১১

সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে ভেঙে পড়েছে বিশ্বের প্রায় সবকটি দেশের অর্থনীতি। এইতো মাত্র তিন মাস আগের কথা। সাইপ্রাসে সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে এক করোনা ভাইরাস পুরো দেশের চেহারা বদলে দিল। এখানে প্রায় ৬-৭ হাজারের মতো বাংলাদেশি আছেন। তাদের মধ্যে প্রায় হাজারখানেক হবে শিক্ষার্থী।

বাকিরা অনেকেই আগে স্টুডেন্ট ভিসায় এখানে এসেছিলেন কিন্তু এখন আর শিক্ষার্থী নেই। আবার বিগত ৩-৪ বছর ধরে যারা আসছে অধিকাংশই নর্থ সাইপ্রাস দিয়ে। তারা আছেন শরণার্থী হিসেবে। এখানে যারা আগে স্টুডেন্ট ভিসায় এসেছিলেন, তারা প্রত্যেকেই ভালো অবস্থানে আছেন বলা যায়। তাদের অধিকাংশই এক থেকে দুই হাজার ইউরো মাসে ইনকাম করেন।

আবার অনেকেই হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সাইপ্রাসে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা হাতে গোনা হলেও যারা ব্যবসায়ী আছেন তারা এখানে অন্যান্য দেশের ব্যবসায়ীদের তুলনায় অনেক ভালো অবস্থানে আছেন। যারা শরণার্থী হিসেবে এখানে দীর্ঘদিন ধরে আছেন তারাও বেশ ভালো আছেন বলা যায়। কিন্তু যারা বিগত দু'একবছর আগে সাইপ্রাসে এসেছেন তারা মোটেও ভালো নেই। কি শিক্ষার্থী, কি শরণার্থী, সবার একই অবস্থা। কেউ কেউ পারমানেন্ট চাকরি পেলেও অনেকের ভাগ্যে জোটেনি চাকরি নামক সোনার হরিণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও