সর্বাধিক ঢাকা বিভাগে, সর্বনিম্ন বরিশাল বিভাগে

কালের কণ্ঠ প্রকাশিত: ৩১ মে ২০২০, ০৯:৫৪

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)-এর তথ্য অনুযায়ী শুক্রবার (২৯ মে) পর্যন্ত ঢাকা সিটিতে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৭৯০ জন। এর বাইরে ঢাকা বিভাগে শনাক্ত মোট ৫ হাজার ২৮৯ জন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্যে এ চিত্রই পাওয়া যায়।

ঢাকা বিভাগ ও ঢাকা সিটি মিলিয়ে এ বিভাগে ২১ হাজারেরও বেশি করোনা সংক্রমণ শনাক্ত করা হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির বাইরে এ জেলায় আছেন ৬৬২ জন। এছাড়া গাজীপুর জেলায় ৬৩৫ জন, কিশোরগঞ্জ জেলায় ২৩৩, মাদারিপুর জেলায় ১১৫, মানিকগঞ্জে ১৩৪, নারায়ণগঞ্জে ২ হাজার ৫৭ জন, মুন্সিগঞ্জে ৬৯৮ জন, নরসিংদীতে ১৭৬, রাজবাড়ীতে ৬৮, ফরিদপুরে ১৭২, টাঙ্গাইলে ৫২, শরিয়তপুরে জেলায় ১১৯ জন ও গোপালগঞ্জ জেলায় ১৬৮ জন রয়েছেন।

ঢাকার পরেই দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ২ হাজার ২২৬ জন, কক্সবাজারে ৫৬৮ জন, কুমিল্লায় ৭৭১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬ জন, খাগড়াছড়িতে ৩৫, লক্ষ্মীপুরে ১৪০, বান্দরবানে ২৯, রাঙামাটিতে ৬৫, নোয়াখালীতে ৫১৯, ফেনীতে ১৫৩ জন ও চাঁদপুরের আছেন ১০৯ জন। দেশের করোনা সংক্রমণে চট্টগ্রাম বিভাগের পরই ময়মনসিংহ বিভাগের অবস্থান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও