You have reached your daily news limit

Please log in to continue


ফিরতে হচ্ছে প্রকৃতির কাছে, তুলসী পাতা আছে তো ঘরে?

মহামারি করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি পেতে সবচেয়ে ভালো কাজে দিচ্ছে প্রাকৃতিক উপাদানগুলো। বিশেষজ্ঞরা প্রতিদিনই বলছেন, আদা-লবঙ্গ দিয়ে চা খেতে। গরম-পানি, লবণ দিয়ে কুলকুচি করতে। এসবের সঙ্গে সঙ্গে একটি বিশেষ ভেষজের কথা ভুলে গেলে চলবে না।  সব ধরনের সংক্রমণ ও জীবাণু থেকে মুক্তি পেতে জুড়ি নেই তুলসী পাতার। আবারও জেনে নিন তুলসীর ব্যবহার ও উপকারিতা:  •    তুলসীকে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী •    তুলসী পাতা পাকস্থলীর ও কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী  •    এই সময়ে কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন এতে উপকার পাবেন  •    সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়বে •    জ্বরে তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়ে যায় •    তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগজীবাণু মরে, শ্লেষ্মা দূর হয় ও মুখের দুর্গন্ধও দূর হয় •    তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায় •    মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন