কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোববার স্ব স্ব প্রতিষ্ঠান খুলতে প্রস্তুত দোকানিরা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৪:১৪

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রোববার (৩১ মে) থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান খোলা খোলা থাকবে। দোকান চালু অবস্তায় কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে তার বিরুদ্ধে জরিমানার বিধান করার আহ্বান জানায় সমিতি।

অন্যদিকে স্ব স্ব দোকান খুলতে পুরোপুরি প্রস্তুত দোকানিরা। তাদের মতে, রমজান মাসে মার্কেট ও দোকান খোলা রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার ট্রেনিং সম্পন্ন করেছি। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরা ও যথাযথ শারীরিক দূরত্ব মেনেই প্রতিষ্ঠান চলবে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনই সব কিছু খুলে দিলে বিপদ বাড়তে পারে। আরও অন্তত দুই সপ্তাহ লকডাউন রাখা উচিত বলেও মনে করেন তারা।

বাংলাদেশ মালিক সমিতি বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন মতে, ৩০ মে’র পর সাধারণ ছুটি বাড়ছে না। তবে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়া সত্ত্বেও জীবন-জীবিকা বাঁচানোর তাগিদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও