এক্সিম ব্যাংক এমডিকে গুলির ঘটনায় ব্যাংকারদের উদ্বেগ
সম্প্রতি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে গুলি করা ও সাদা কাগজে সাক্ষর নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যাংকাররা। একই সাথে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
এবিষয়ে এবিবির সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাটিতে আমরা উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী ও গভর্নরের কাছে অনুরোধ করব যেন এরকম ঘটনা ভবিষ্যতে না হয় সে ব্যবস্থা নিতে। এটা বাংলাদেশ ও দেশের ব্যাংকিং খাতের জন্য নেতিবাচক খবর। এটা আমাদের ইমেজের বিরুদ্ধে প্রচণ্ডভাবে কাজ করছে।’
এ প্রসঙ্গে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটিতে আমরা আতঙ্কিত। বিপুল পরিমাণ খেলাপি এবং বিভিন্ন কেলেঙ্কারির কারণে দেশের ব্যাংকিংখাত এমনিতেই সঙ্কটের মুখোমুখি। তার উপর এক্সিম ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সাথে যে ধরনের ঘটনা ঘটেছে তা চলতে থাকলে ব্যাংকিং খাত ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যবস্থা না নিলে এই ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড ঘন ঘন ঘটতে থাকবে।’